Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বালাশহীদ মাজার
স্থান

বালাশহীদ মাজার.নিতপুর, পোরশা, নওগাঁ।

(নিতপুর ইউনিয়নের বালাশহীদ মৌজায় অবস্থিত)

সরাইগাছী মোড় থেকে প্রায় ৯ কিমি.। সরাইগাছী মোড় হতে  ভ্যান, মোটরসাইকেল, রিক্সাযোগে যাওয়া যায় (সম্পূর্ণ পাকা রাস্তা)। অথবা  সরাইগাছী মোড় হতে নিতপুর পর্যন্ত বাসযোগে এবং নিতপুর হতে মাজার ভ্যান, মোটরসাইকেল, রিক্সাযোগে, পদব্রজে যাওয়া যায়।

 

কিভাবে যাওয়া যায়

সরাইগাছী মোড় থেকে প্রায় ৯ কিমি.। সরাইগাছী মোড় হতে  ভ্যান, মোটরসাইকেল, রিক্সাযোগে যাওয়া যায় (সম্পূর্ণ পাকা রাস্তা)। অথবা  সরাইগাছী মোড় হতে নিতপুর পর্যন্ত বাসযোগে এবং নিতপুর হতে মাজার ভ্যান, মোটরসাইকেল, রিক্সাযোগে, পদব্রজে যাওয়া যায়।

যোগাযোগ

সরাইগাছী মোড় থেকে প্রায় ৯ কিমি.। সরাইগাছী মোড় হতে  ভ্যান, মোটরসাইকেল, রিক্সাযোগে যাওয়া যায় (সম্পূর্ণ পাকা রাস্তা)। অথবা  সরাইগাছী মোড় হতে নিতপুর পর্যন্ত বাসযোগে এবং নিতপুর হতে মাজার ভ্যান, মোটরসাইকেল, রিক্সাযোগে, পদব্রজে যাওয়া যায়।

সহযোগীতায়ঃ

মোহাঃ সোহেল রানা

উদ্যোক্তা

ইউনিয়ন ডিজিটাল সেন্টার

নিতপুর, পোরশা, নওগাঁ

মোবাইলঃ ০১৭৩৮-৪২০৭৮০

 

সার্বিক সহযোগীতায়ঃ

চেয়ারম্যান

নিতপুর ইউনিয়ন পরিষদ

পোরশা, নওগাঁ।

 

বিস্তারিত

বালাশহীদ মাজার.নিতপুর, পোরশা, নওগাঁ। দেখার মত একটি স্থান। পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম। কিন্তু  অত্যন্ত দু:খের বিষয়, মাজারটি কেন্দ্র করে যথেষ্ট পর্যটনের সম্ভাবনা খাকলেও যত্নের অভাবে, অবহেলায় তেমন কোন অগ্রগতি দেখা যায়নি। যদি আরও সুন্দর, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করা যায়, তাহলে উক্ত স্থানটি দর্শনার্থীবান্ধব হবে। এবং বালাশহীদ মাজার  পোরশা উপজেলার  একটি অন্যতম পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে উঠবে।