পোরশা উপেজলায় একমাত্র উল্লেখ যোগ্য নদী পূর্নভবা। কালের পরির্বতনে নদীটি বিলীন হতে চলেছে। আগে এই নদীটির তীরে নিতপুর নামক স্থানে একটি বড় নৌ-বন্দর ছিল যা ব্যবসার কেন্দ্র হিসাবে ব্যবহার করা হত। ভারত এবং বাংলাদেশের মধ্যে ব্যবসা হত। কিন্তু বর্তমানে বিলীন হয়ে গেলেও পুরোটায় হয়নি। এই নদীতে র্বষাকালে বন্যায় প্লাবিত হয়। ফলে প্রচুর মাছ পাওয়া যায়। আর এই মাছ ধরে এলাকার মানুষ জীবিকা র্নিবাহ করে। এছাড়া নদীর পানি দিয়ে দুই দেশের কৃষকগন চাষাবাদ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস