গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়
পোরশা, নওগাঁ।
স্মারক নংঃ-০৫.৪৩.৬৪৭৯.০০০.১৬.০০১.১৪- ৯৫৪(৫০) তারিখঃ | ২৬/০৩/১৪২১ বঙ্গাব্দ |
১০/০৭/২০১৪ খ্রিষ্টাব্দ |
সভার আমন্ত্রণ পত্র
আগামী ১৬/০৭/২০১৪ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার নিম্নবর্ণিত সভাসমূহ আহবান করা হলো। উক্ত সভায় মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৬-নওগাঁ-১ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। যথাসময়ে বর্ণিত সভায় উপস্থিত থাকার জন্য সকল সদস্যকে অনুরোধ করা হলো।
নং | সভার নাম | স্থান | সময় | সভাপতিত্ব করবেন
|
১. | উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভা | উপজেলা পরিষদ মিলনায়তন | বিকাল ৩.০০ মিঃ | উপজেলা নির্বাহী অফিসার |
২. | উপজেলা আইন শৃংখলা কমিটির সভা | ঐ | বিকাল ৩.৩০ মিঃ | ঐ |
৩. | উপজেলা চোরাচালান নিরোধ সমন্বয় কমিটির সভা (টাস্কফোর্স সহ) | ঐ | বিকাল ৪.০০ মিঃ | ঐ |
৪. | উপজেলা পরিষদ মাসিক সভা | ঐ | বিকাল ৪.৩০ মিঃ | চেয়ারম্যান, উপজেলা পরিষদ পোরশা, নওগাঁ । |
ইফতেখার উদ্দিন শামীম
উপজেলা নির্বাহী অফিসার
পোরশা, নওগাঁ ।
বিতরণ: সদয় অবগতি ও কার্যার্থেঃ
১। মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৪৬-নওগাঁ-১ ।
২। জেলা প্রশাসক, নওগাঁ।
৩। চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ, পোরশা, নওগাঁ।
৪। উপজেলা ...................................................অফিসার, পোরশা, নওগাঁ।
৫। চেয়ারম্যান,...........................................ইউ,পি,(সকল), পোরশা, নওগাঁ।
৬। জনাব / বেগম...................................................................
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস