১। পাঁচশালা ও বিভিন্ন মেয়াদী উন্নয়ন পরিকল্পনা তৈরী করা। ২। পরিষদের নিকট হস্তান্তরিত বিভিন্ন সরকারী দপ্তরের কর্মসূচী বাস্তবায়ন এবং উক্ত দপ্তরের কাজকর্মসমূহের তত্তাবধান ও সমন্বয় করা। 3। আন্ত: ইউনিয়ন সংযোগ কারী , মেরামত ও রড়নাবেরড়গন করা। 4। ভূ- উপরিস্থ পানি সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চত করার জন্য সরকারী নির্দেশনা অনুসারে উপজেলা পরিষদ ক্ষুদ্র সেচ প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন। 5। জন স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা সেবা নিশ্চিত করণ। ৬। স্যানিটেশণ ও পয় : নিস্কাশন ব্যবস্থার উন্নতি সাধন এবং সুপেয় পানীয় জলের সরবরাহের ব্যবস্থা গ্রহন। 7। (ক) উপজেলা পর্যায়ে শিক্ষা প্রসারের জন্য উদ্বর্দ্ধু করণ এবং সহায়তা প্রদান। (খ) মাধ্যমিক শিক্ষা ও মাদ্রাসার শিক্ষা কার্যক্রমের মান উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান গুলির তদারকী ও উহা দিগকে সহায়তা প্রদান। 8। কুটির ও ক্ষুদ্র শিল্প স্থাপন ও বিকাশের লক্ষ্যে কার্যক্রম গ্রহন। 9। সমবায় সমিতি ও বেসরকারী সেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কাজে সহায়তা প্রদান। ১০। মহিলা, শিশু, সমাজ কল্যাণ এবং যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমে সহায়তা প্রদান। 11। কৃষি, গবাদী পশু, মৎস্য এবং বনজ সম্পদ উন্নয়নে কার্যক্রম গ্রহন ও বাস্তবায়ন। 12। উপজেলা আইন শৃংক্ষলা পরিস্থিতির উন্নয়ন সহ পুলিশ বিভাগে কার্যক্রম আলোচনা এবং নিয়মিতভাবে উদ্বোর্তন কর্তৃপক্ষের নিকট প্রতিবেদন প্রেরণ। 13। আত্ম কর্মসংস্থান সৃষ্টি এবং দারিদ্র বিমোচনের জন্য নিজ উদ্যোগে কর্মসূচী গ্রহন, বাস্তবায়ন এবং এতদসম্পর্কে সরকারী কর্মসূচি বাস্তবায়নে সরকারকে সদহায়তা প্রদান। 14। ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম সমন্বয় সাধন ও পরিবেক্ষন ও প্রয়োজনীয় সহায়তা প্রদান। 15। উপজেলা পরিষদ সরকারের পূর্বানুমোদনক্রমে কর, রেইট, টোল এবং ফিস বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে আরোপ করা। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস