Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
'শেখ রাসেল পদক ২০২৩' এর জন্য আবেদন আহ্বান প্রসঙ্গে
বিস্তারিত
স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের অমর স্মৃতি শিক্ষার্থী এবং শিশু-কিশোরদের মধ্যে জাগ্রত রাখার লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ ১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিনকে 'শেখ রাসেল দিবস' হিসেবে ঘোষণা করেছে। এরই প্রেক্ষিতে আগামী ১৮ অক্টোবর, ২০২৩ দেশব্যাপী 'শেখ রাসেল দিবস' পালিত হবে। উক্ত দিবস উপলক্ষ্যে অনূর্ধ ১৮ বছর বয়সী বাংলাদেশী শিশু-কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে উৎসাহ ও উদ্দীপনা যোগানো এবং স্বীকৃতি প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 'শেখ রাসেল পদক ২০২৩' প্রদান করার জন্য অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। আবেদন দাখিল, যাচাই-বাচাই, মূল্যায়ন ও ঘোষণার তফসিল নিম়রূপঃ

পর্যায়

সময়সীমা

আবেদন আহ্বান/বিজ্ঞপ্তি প্রকাশ
১১ এপ্রিল
আবেদন দাখিল
১৫ এপ্রিল - ২০ মে
যাচাই-বাছাই কমিটি কর্তৃক বাছাইকরণ
২১ মে - ৩০ জুন
মূল্যায়ন কমিটি কর্তৃক মূল্যায়ন কার্যক্রম সম্পন্নকরণ
০১ জুলাই - ৩১ আগস্ট
কেন্দ্রীয় কমিটি কর্তৃক চুড়ান্তকরণ
০১ সেপ্টেম্বর - ৩০ সেপ্টেম্বর
ঘোষণা
১৮ অক্টোবর
আবেদনের এবং বিস্তারিত জানার জন্য ওয়েবসাইট সমুহের লিংকঃ
https://award.sheikhrussel.gov.bd/;
http://doict.gov.bd/;
http://doict.porsha.naogaon.gov.bd/
আবেদনের ধাপসমূহঃ
১। রেজিস্টেশন/নিবন্ধন
২। তথ্য(পূর্ণ নাম, ইমেইল, পাসওয়ার্ড) পূরণ করে নিবন্ধনে ক্লিক
৩। ইমেইল এড্রেসটি ভেরিফাই করা
৪। প্রফাইল হালনাগাদকরণ
৫। ফিল্ড অনুসারে আবেদন ও প্রমাণক আপলোড
(সেংযুক্তিতে প্রয়োজনীয় বিজ্ঞপ্তি, আবেদন ফরম মূল্যায়নের ফাইল সংযুক্ত আছে।)
সার্বিক সহযোগিতার জন্য নিম্নসাক্ষরকারীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/05/2023
আর্কাইভ তারিখ
25/05/2023